দ্রুত গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার উপায় । how to get google adsense approval in 1 minute

আপনি কি ওয়েবসাইটের মাধ্যমে এডসেন্স দিয়ে অনলাইন থেকে উপার্জন করবেন এবং কয়েক দিনের মধ্যেই এডসেন্স এপ্রুভ করাবেন ভাবছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য।(google adsense approval requirements)

তাহলে এখন জেনে যাওয়া যাক দ্রুত এডসেন্স পাওয়ার টিপস এবং ট্রিকস।


এডসেন্স পেতে হলে যা যা লাগবে। 

ডোমেইনঃ একটা ওয়েবসাইটের মূল যে স্তম্ভ সেটা হলো একটি ডোমেইন। ইন্জিন ছাড়া যেমন কোন গাড়ী চলতে পারে না,তেমনি ডোমেইন ছাড়া কোন ওয়েব সাইট কল্পনাও করা জায় না। ডোমেইন হলো, যেমন ধরেন,.com,. xyz,. net, .live ইত্যাদিই হলো ডোমেইন।  গুগল এডসেন্স এর নিয়ম

ডোমেইন আপনি দুই ভাবে নিতে পারবেন একটি হলো ফ্রীতে আর একটি হলো টাকা দিয়ে ডোমেইন কিনে নেয়া লাগবে। গুগল এডসেন্স পাওয়ার উপায়

যে ডোমেইনই আপনি নেন না কেন ফ্রী অথবা কিনে নেয়া ডোমেইন। যে কোন একটা ডোমেইন হলেই হবে। এডসেন্সের জন্য ডোমেইন ততটা গুরুত্বপূর্ণ না। (কিভাবে দ্রুত গুগল অ্যাডসেন্স অনুমোদন পাবেন)


এবার আসি হোস্টিং এঃ

এবার ডোমেইন নেয়া তো হলো। এখন নেয়া লাগবে একটি হোস্টিং সার্ভার। যেখানে আপনার সমস্ত ডাটা জমা থাকবে।  আপনি যেকোন হোস্টিং নিতে পারেন। শেয়ার্ড হোস্টিং অথবা ডেডিকেটেড হোস্টিং। হোস্টিং এর বিভিন্ন প্লান রয়েছে।  এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতি

যেমন ধরেন, ৫ জিবি,১০ জিবি,২০ জিবি এবং সর্বশেষ আনলিমিটেড প্লান আছে।

আর যারা কোন হোস্টিং নিতে চান না তারাও ফ্রীতেই ওয়েবসাইট হোস্ট করতে পারবেন ব্লগারে।

হোস্টিং এর ব্যাপারে পরে আরেকটা আর্টিকেলে পুরো বিষয়টি বুঝিয়ে দিব। (ব্লগে এডসেন্স)

আরো পড়ুনঃমোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায় ২০২২ । All In One Downloads

এবার আসি কন্টেন্ট অথবা পোস্টেঃ

এডসেন্স পেতে হলে উপরে যে দুইটি বিষয় আলোচনা করা হয়েছে সেগুলো ততটা গুরুত্বপূর্ণ  নয়। 

এডসেন্সের জন্য যে বিয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো কন্টেন্ট।  আপনি যে কোন ভাষায় কন্টেন্ট লিখে প্রকাশ করতে পারবেন। (গুগল অ্যাডসেন্স পাওয়ার দ্রুত উপায়)

এডসেন্স পেতে হলে আপনাকে নিজের লেখা ৪০০+ শব্দের এসইও ফ্রেন্ডলি ইউনিক কন্টেন্ট হতে হবে। যত বড় কন্টেন্ট হবে এডসেন্স পাওয়ার চান্স ততই বেশি।  (দ্রুত গুগল অ্যাডসেন্স পাওয়ার উপায়)

আরেকটা কথা অন্যের কর পোস্ট কপি করে কিছুটা ইডিট করে পোস্ট করে ভাববেন না যে আপনি এডসেন্স পাবেন। কখনোই গুগল আপনাকে এডসেন্স দিবে। আর একটি বিষয় মনে রাখবেন, আপনি যদি চলেন ডালে ডালে গুগল চলে পাতায় পাতায়। সো বি কেয়ারফুল।(google adsense approval time)

আরো পড়ুনঃ কিভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাটন যোগ করবেন । All In One Downloads

ইমেজঃ কন্টেন্টে আপনার কমপক্ষে একটি হলেও ইমেজ থাকা বাধ্যতা মূলক। ইমেজো কপিরাইট মুক্ত হতে হবে। কোন কপি ইমেজ চলবে না।


সবই বুঝলেন তাহলে এখন এডসেন্স কিভাবে দ্রুত পাবেন?


এখন আপনাদের বলবো কিভাবে দ্রুত এডসেন্স পাবেন। সেজন্য নিচের স্টেপ গুলো খুবই গুরুত্বপূর্ণ ভাবে পড়বেন।

গুগল সার্চ কনসাল (google search console):

দ্রুত এডসেন্স পেতে হলে আপনার ওয়েবসাইটটিকে গুগল সার্চ কনসালের সাথে অবশ্যই যুক্ত করতে হবে।

কিভাবে সার্চ কনসালে যুক্ত করবেন খুব সহজেই তা নিয়ে পরে আরেকটি আর্টিকেল লিখবো।

সার্চ কনসালে যুক্ত করার পর আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ সাবমিট করতে হবে সার্চ কনসালে।যুক্ত করা হলে আপনার ওয়েবসাইটের পোস্ট এবং পেজ গুলো দ্রুত ইনডেক্স করিয়ে নিবেন।

কিভাবে পোস্ট দ্রুত ইনডেক্স করাতে হয় সেই ব্যাপার নিয়ে পরে আরেকটি আর্টিকেল লিখবো।

সার্চ কনসালে সমস্ত পোস্ট ইনডেক্স করলে সার্চ কনসালের কাজ শেষ।

how long does adsense take to approve website

গুগল এনালাইসিস (google analytics login):

আপনি যেমন আপনার ওয়েবসাইটটিকে সার্চ কনসালে যুক্ত করালেন তেমনি আপনার ওয়েবসাইটটিকে গুগল এনালাইসিস এ যুক্ত করাবেন। 

মনে রাখবেন দ্রুত এডসেন্স পেতে হলে গুগল দিয়ে যত জায়গায় আপনার ওয়েবসাইটটিকে কানেক্ট করবে তত আপনার জন্য প্লাস পয়েন্ট।


এবার আসি ভিজিটরেঃ

আপনাদের প্রধানত যেই জায়গায় সমস্যা সেটা হলো ভিজিটর। আসলে গুগল সেভাবে কোন কিছু বলে নাই যে কতগুলো ভিজিটর লাগবে এডসেন্স পেতে। তাই ভিজিটর নিয়ে চিন্তা করার কোন কারন নেই। দৈনিক ভিজিটর ২০/৩০ টা হলে যথেষ্ট।


পেজঃ 

আপনার ওয়েবসাইটে এইসব : About,   Contact US,   PRIVACY & POLICY,   DISCLAIMER, TERMS & CONDITIONS, পেজ থাকা বাধ্যতা মূলক।  এসব পেজ ছাড়া এডসেন্স কখনোই পাবেন না।(how much traffic required for adsense approval)

পোস্টঃ 

নিজের হাতে লেখা এসইও ফ্রেন্ডলি পোষ্ট ১০ টা হলেই হবে। তবে বেটার হয় ২০+ পোস্ট এবং সমস্ত পোস্ট গুলোই যেন গুগল সার্চ কনসালে ইনডেক্স হয়।


তো উপরের স্টেপ গুলো ফলো করলে অবশ্যই খুব দ্রুত এডসেন্স পাবেন ১০০% গ্যারান্টি দিয়ে বললাম।

এতক্ষন মনোযোগ সহকারে পোষ্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। এরকম আরো অনেক টিপ্স,গল্প এবং মুভি পেতে ওয়েবসাইটে লক্ষ রাখবেন।

এরপরো যদি পোস্টটি বুঝতে কোন সমস্যা হয় তাহলে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবার কমেন্টের রিপ্লে দিব।

Post a Comment

Previous Post Next Post

Search

hindi crime movies,hindi hit movies,best hindi movie,bollywood comedy movies,hindi thriller movies, superhit bollywood movies,thriller movies bollywood,hindi movies on netflix,hindi suspense thriller movies,best hindi dubbed movies,best south movies in hindi,all movie download, best indian movies on amazon prime,best thriller movies hindi,best hollywood hindi dubbed movies,amazon prime movies hindi,south indian movie download link best bollywood movies on amazon prime,sites to watch hindi movies online,good hindi movies to watch,best movies on netflix in hindi dubbed new hindi movies on prime, free movie download blogspot,best south indian movies, hindi movie download website,hindi movies download,south indian movie download link hindi crime movies,all movie downloader,tamilrockers, movie download site,blogspot movie,all movie download,ওয়েব সিরিজ ডাউনলোড সাইট,tamilrockers movie download,new web series download link,bdmoviedownload, best bangla movie download site,all movie download,movies blogspot.com,movies download blogspot sites,movie download site,blogspot movie download,ওয়েব সিরিজ ডাউনলোড সাইট,movie download free,movie download sites,hindi movie download website,movies download in,movies download,free movie,movie for free,free movie online,movies,movies netflix,us movie,bengali movie download website list,bangla dubbing movie link,tamilrockers,all movie download,blogspot movie,all movie downloader,movie download site