ইরাঃ ওই দিন....................
ইরাঃ ওই দিন আমি যখন বিয়ের কার্ড নিয়ে যাই
তখন তোমাকে আর অদ্রিকে আমি কিস করতে দেখি।
আকাশঃ আরেহ ওই গঠনা। তুমি পিছন দিক থেকে
দেখেছো তাই এমনটা মনে হচ্ছে, যদি একটু পাশ
থেকে দেখতে তাহলে আর এমনটা হতো না।
ইরাঃ কি বলতে চাইছো তুমি।
আকাশঃ আমি বলতে চেয়েছি, ওই সময়ে অদ্রির
চেোঁখে ধুঁলা পড়েছিলো আর আমি ওই ধুঁলা ফুঁ দিয়ে
সরিয়ে দিয়েছিলাম। তখন তুমি কি না কি দেখলে৷
তাছাড়া ওহ আমার বোনের মতো আমি ওর সাথে
কেনো এই রকম করবো।
ইরাঃ করলেও করতে পারো, তোমার কোন ভরসা
নেই৷ All In One Downloads
আকাশঃ কিহ, তুমি আমাকে সন্দেহ করছো?
ইরাঃ হ্যাঁ৷ করছি।
এভাবে ওদের মাঝে কিছুক্ষণ যগড়া হতে থাকে৷ এই
দিকে রাতের বেলায় অদ্রি রুমে আসে।
অদ্রিঃ ভাইয়া, ভাইয়া এই ভাইয়া
আকাশঃ হ্যাঁ, বল৷ এত জোরে চেঁচাচ্ছিস কেনো?
অদ্রিঃ আমার কিছু টাকা লাগবে, শপিং করবো।
আকাশঃ একটু অপেক্ষা কর৷ তোর ভাবিকেও বল
রেডি হয়ে নিতে। এক সাথে বের হবো আমরা।
অদ্রিঃ আচ্ছা ভাইয়া৷ আমি তাহলে ভাবিকে বলে
দিচ্ছি৷
আকাশঃ আচ্ছা যা।
অদ্রি নিচে এসে ইরাকে বলে।
অদ্রিঃ ভাবি, ভাইয়া রেডি হতে বলেছে শপিংয়ে
যাবে।
ইরাঃ আচ্ছা ঠিক আছে আমি তাহলে রেডি হয়ে
নি। কিন্তু তুমি ওহ কি যাবে নাকি?
অদ্রিঃ হুম, আমিই তো ভাইয়াকে বলছি।
ইরাঃ আচ্ছা। তুমি তাহলে অপেক্ষা করো আমি
যাচ্ছি।
অদ্রি অপেক্ষা করতে থাকে৷ ৩০ মিনিট পর আকাশ
ওহ ইরা নেমে আসে। ওরা নেমে আসার পর ওরা
বাড়ি থেকে বের হয়ে যায়৷ শপিংমলের সামনে
এসে।
আকাশঃ তোমরা ভিতরে যাও, আমি না হয় গাড়িটা
পার্ক করে আসতেছি।
অদ্রিঃ ঠিক আছে ভাইয়া।
আকাশ গাড়ি পার্ক করে এসে ইরা ওহ অদ্রিকে
খুঁজতে থাকে কিন্তু পাচ্ছে না কোথাও। এরপর কল
দেয় কিন্তু ফোন ধরছে না। তাই আকাশ কন্ট্রোল রুমে
গিয়ে, সি, সি, টিভি দেখতে থাকে৷ ওখানে দেখতে
পায় কারা যেনো ওদের দুজনকে মলের বাহিরে
থেকে নিয়ে যায়৷ আকাশ গাড়ির নাম্বার নোট করে
সব জায়গায় দিয়ে দেয়। তার সাথে কিছু পুলিশকে
ওহ দিয়ে দেয়৷ ১ ঘন্টার মধ্যে পুলিশ ওদের লোকেশন
বের করে। ওখানে পুলিশ সাথে করে আকাশকে
নিয়ে যায়৷ ওখানে রকি ওহ ওর লোকজন ছিলো৷ ওরা
অনেক কিছুর পর ওখান থেকে ইরাকে উদ্ধার করে
নিয়ে আসে। অন্য দিকে...
রবিঃ আকাশ তোকে আমি দেখে নিবো তার সাথে
তোর বউকে ওহ। তোদের দুজনের জীবন আমি নরক
বানিয়ে ছাড়বো মনে রাখিছ। All In One Downloads
আকাশঃ পুলিশের হাতে পড়েএ তোর শিক্ষা হয় নি?
রকিঃ পুলিশ আমার কি করবে শুনি। আমার বেশি
সময় লাগবে না এই জেল থেকে বেরিয়ে আসতে।
আকাশঃ যতদিন তো জেলের ভাত খেয়ে নে।
আকাশ ইরাকে নিয়ে চলে আসে। অন্য দিকে ইরা
এখনো কিছুটা ভয় পেয়ে আছে৷ অন্য দিকে আকাশ,
অদ্রি ওহ ইরাকে নিয়ে বাড়িতে চলে আসে। ৩ দিন
পর অদ্রি আমেরিকায় ফিরে যায়। অদ্রি যাওয়ার পর
আকাশ অফিসে যেতে চাইছে তখন ইরা বলে।
ইরাঃ কোথায় যাচ্ছো?
আকাশঃ কোথায় আর যাবো, অফিস৷ যাচ্ছি।
ইরাঃ ওহ ভালো, তা আজকে এত তাড়াতাড়ি কেনো
যাচ্ছো।
আকাশঃ অফিসে একটা বোর্ড মিটিং আছে।
ইরাঃ কিসের?
আকাশঃ নতুন করে ( পি.এ) রাখবো সেজন্য।
ইরাঃ কিহ, তুমি আবার ও মেয়েকে সাথে রাখবে।
আকাশঃ এখন না রাখলে চলবে কি করে।
ইরাঃ কোন মেয়ে রাখতে হবে না।
আকাশঃ কেনো?
ইরাঃ খালি মেয়েদের সাথে থাকার ধান্ধা, তা আর
হবে না।
আকাশঃ তাহলে আমার সিডুল....
ইরাঃ আমি তো এখনো চাকরি ছেড়ে দেই নি।
আকাশঃ মানে কি?
ইরাঃ মানে হলো আমি বাড়িতে যেমন তোমার
স্ত্রী হয়ে আছি, অফিসে তোমার ( পি এ) হয়েই
থাকবো।
আকাশঃ কি বলছো। তুমি যেখানে বাড়ি সামলাবে,
সেখানে কি না তুমি অফিসে যাবে।
ইরাঃ হ্যাঁ, যাবো৷ কারণ তোমার উপরে ভরসা করা
যাচ্ছে না। বলা তো যায় না, নতুন যে মেয়েকে
আনবে, তাকে ( পি এ) না করে, কোন সময়ে ঘরের বউ
করে নিয়ে আসো।
আকাশঃ তুমি কি আমাকে একটুও বিশ্বাস করো না।
ইরাঃ একটু ওহ করি না।
আকাশঃ কিহ, তুমি আমাকে বিশ্বাস করো না।
ইরাঃ না৷ তুমি আমার সাথে যখন ওই গুলো করতে
পেরেছো তখন অন্য কারো সাথে ওহ করতে পারো৷
তার কোন বিশ্বাস নেই।
আকাশঃ কি যন্ত্রণায় পড়লাম রে বাবা।
ইরাঃ বাবা নয় বউয়ের যন্ত্রণায় পড়লে।
তাই তুমি অপেক্ষা করো আমি রেডি হয়ে আসতেছি।
আকাশঃ আমার তো লেট হয়ে যাচ্ছে।
ইরাঃ ওই তোকে না বলছি, অপেক্ষা করতে। আর
একটা কথা বললে বাড়িতে আগুন লাগিয়ে দিবো
( ধমক দিয়ে)
আকাশঃ না ঠিক আছে। কোথাও আগুন লাগাতে হবে
না। আমি নিচে অপেক্ষা করতেছি, তুমি আসো।
ইরাঃ ওই, ওখানে অপেক্ষা করলে কি সময় বেশি
চলে যাবে নাকি( ধমক দিয়ে) All In One Downloads
আকাশঃ এতো জোরে ধমক দিলে তো আমার গলা
শুকিয়ে যাবে৷
ইরাঃ এখন তো গলা শুকিয়ে যাবে। কিছুক্ষণ পর
আরো কি কি শুকাবে, তা তুমি কল্পনাও করতে
পারবে না।
আকাশঃ ঠিক আছে আমি এখানেই আছি।
ইরাঃ গুড বয়।
ইরা তৈরী হচ্ছে আকাশ বসে আছে। কেনো না
আকাশ এখন কিছু বললেই ইরা তো তেলে বেগুনে
জ্বলে উঠবে৷ কিছুক্ষণ পর....
ইরাঃ এই এই,
আকাশঃ কব হয়েছে?
ইরাঃ এই দিকে আসো।
আকাশঃ কি হয়েছে বলো?
ইরাঃ চেইনটা আটকে দাও।
আকাশঃ কিহ এখন আমি চেইন আটকাবো।
ইরাঃ নয় তো কি, বাড়ির কাজের লোকটা বলবো
আটকিয়ে দেওয়ার জন্য৷
আকাশঃ না ঠিক আছে আর কি কি আটকে দিতে
হবে।
ইরাঃ শাড়ি পড়িয়ে দাও।
আকাশঃ কোন শাড়িটা পড়বে?
ইরাঃ যে শাড়িটা তোমার পছন্দ হয়।
ওখান থেকে একটা শাড়ি নিয়ে ইরাকে পড়িয়ে
দেয়। এরপর শাড়ির কুচি করে ইরার হাতে দেয়৷
আকাশঃ নাও, কচি ঠিক করে পরে নাও।
ইরাঃ বিয়ের আগে যেখানে পরিয়ে দিতে, এখন
বিয়ে হয়েছে সেখানে কিনা তুমি ভয় পাচ্ছো।
আকাশঃ কোন জালায় পড়লাম রে বাবা।
আকাশ সব কিছু মেনে নিয়ে শাড়ির কুচি ঠিক করে
গুজে দেয়৷ এতে করে ইরা অনেক শিহরিত হয়ে উঠে৷
এতে করে আকাশকে অনেক জোরে জড়িয়ে ধরে।
ইরা রেডি হয়ে একটা বোরকা পড়ে নেয়। এরপর ওরা
চলে আসে অফিসে। অফিসে ওরা নিজেদের রুমে
যায়৷ রুমে গিয়ে ইরা বোরকা খুলে নেয়৷
বোরকা খোলা মাএই।
ইরাঃ বোরকা কেনো খুলতেছি জিজ্ঞেস করার
দরকার নেই। রুমে এখন আমি আর তুমি আছি। তাই এত
চেনশনের কোন কারণ নেই৷ আর একটা কথা রুমে
যেনো কেউ না আসে। কোন কাজ করার প্রয়োজন
পড়লে তুমি বের হয়ে কাজ মিটিয়ে আসো।
আকাশঃ কি বলো এই সব আমি বের হয়ে গিয়ে এই সব
করবো।
ইরাঃ তো রুমে ডুকলে ওরা আমাকে দেখে ফেলবে
না।
আকাশঃ তাই তো কথা। এখন তাহলে কি করা যায়৷
ইরাঃ রুমটা অনেক বড়৷ তাই তুমি এখানে
তাই তুমি এখানে এক্সটা রুম
বানাবে, ওই রুমে আমি থাকবো। তাহলে কোন সমস্যা
হবে না। All In One Downloads
আকাশঃ হায় আল্লাহ আরো কত কি যে দেখতে
হবে।।
ইরাঃ এখনো তো কিছুই দেখলে না।
আকাশঃ তো কবে দেখতে পারবো?
ইরাঃ জি নাহ, এত তাড়াতাড়ি তা হবে না।
আকাশঃ সে কবে থেকে তো অপেক্ষা করেই আছি।
ইরাঃ আরো কিছুদিন ওহ অপেক্ষা করতে থাকো।
আকাশঃ আচ্ছা তাই করি।
ওই দিন আকাশ ইরাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে ওই
রুমের ভিতর আরো একটা রুম তৈরি করে। এরপর
ওখানে সব কিছু সেট করে নতুন রুম বানিয়ে ফেলে৷
অন্য দিকে রাতের বেলায় আকাশ অফিস থেক৷
বাড়িতে আসে৷ বাড়িতে আসলে....
ইরাঃ এতো রাত করে নতুন বউকে কি করে রুমে রেখে
তুমি থাকতে পারো?
আকাশঃ আগে তো কখনো বিয়ে করি নি যে
জানবো।
ইরাঃ করাচ্ছি তোমাকে বিয়ে।
ইরা আকাশকে মারতে গিয়ে, আকাশ যখন বাঁধা
দেয়,এভাবে মারামারি করতে গিয়ে ইরা এসে
আকাশের বুকের উপরে পড়ে। এতে করে ইরার
নিশ্বাস অনেক তাড়াতাড়ি পড়তে থাকে। তার
সাথে বুকের হাটবিট ওহ অনেকটা বেড়ে যায়৷
আকাশঃ রোমান্চ করতে ইচ্ছে হয়েছে বলে দিলেই
তো হয়।
ইরাঃ মোটেও না।
ইরা যেই বুকের উপর থেকে উঠে যেতে চাইবে,
আকাশ আবার ওহ ইরার হাত ধরে বুকের কাছে নিয়ে
আসে৷
আকাশঃ এত তাড়াতাড়ি চলে গেলে কি হবে।
ইরাঃ দেখো তুমি আগে ফ্রেশ হয়ে নাও। তারপর....
আকাশঃ এখন সব কিছু হয়ে গেলে ফ্রেশ হতে
সুবিধাই তো হবে৷ All In One Downloads
ইরাঃ তোমার মুখে কি কিছু আটকায় না, নাকি।
আকাশঃ কি করবো তুমি পাশে থাকলে অন্য কিছুর
প্রতি কি আর খেয়াল থাকে।
ইরাঃ হয়েছে হয়েছে আর বলতে হবে না।
আকাশঃ না বলে শুরু করে দেই।
কথা গুলো বলেই আকাশ ইরার ঠোঁটে ঠোঁট বসিয়ে
দেয়৷ এরপর শুরু হলো ওদের অন্য রকম ভালো বাসার
গল্প। এভাবে কিছুক্ষণ চলে যায়৷ রাত ২ টার
পর...........
অফিসের_বস_যখন_রোমান্টিক_লাভার পর্বঃ ০৯ I All In One Downloads
অফিসের_বস_যখন_রোমান্টিক_লাভার পর্বঃ ০৮ I All In One Downloads
অফিসের_বস_যখন_রোমান্টিক_লাভার পর্বঃ ৩ I All In One Downloads
অফিসের_বস_যখন_রোমান্টিক_লাভার পর্বঃ ০৪ I All In One Downloads
অফিসের_বস_যখন_রোমান্টিক_লাভার পর্বঃ ০৫ I All In One Downloads
অফিসের_বস_যখন_রোমান্টিক_লাভার পর্বঃ ০৬ I All In One Downloads
অফিসের_বস_যখন_রোমান্টিক_লাভার পর্বঃ ০২ I All In One Downloads
অফিসের_বস_যখন_রোমান্টিক_লাভার পর্বঃ ০১ I All In One Downloads
লেখকঃ farvez_hosen_akash
Post a Comment